Wednesday, March 24, 2021

সুনামগঞ্জে হিন্দু পল্লীতে হামলার প্রতিবাদে  ঈশ্বরদী হিন্দু মহাজোটের মানববন্ধন - দেশের নিউজ।।

সুনামগঞ্জে হিন্দু পল্লীতে হামলার প্রতিবাদে ঈশ্বরদী হিন্দু মহাজোটের মানববন্ধন - দেশের নিউজ।।

 ২৩-০৩-২০২১ ইং।। মঙ্গল বার।। ঈশ্বরদী প্রতিনিধি।।

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে গত ১৭ ই মার্চ, বুধ বার মৌলবাদী গোষ্ঠী হামলা চালিয়ে ৮০ টি বাড়ি ঘর ও ৮ টি মন্দির  ভাংচুর, লুটপাট করে ।এর হামলার প্রতিবাদ ও মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার পূর্বক শাস্তির দাবিতে,  গতকাল (২২ শে মার্চ)  মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন ঈশ্বরদী হিন্দু মহাজোট, যুব মহাজোট ও ছাত্র মহাজোট ও স্বেচ্ছাসেবক মহাজোট।



এতে একাত্বতা প্রকাশ করেন  সমমনা কয়েকটি সংগঠন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এদেশের হিন্দু জনগন রক্ত দিয়েছেন একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের জন্য। কিন্তু এই মৌলবাদি গোষ্ঠী পরিকল্পিত ভাবে এদেশ থেকে হিন্দুদের বিতাড়িত করতে ফেসবুক কথিত পোষ্টের নামে দেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর অভিনব কায়দায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলে মনে করেন নেতারা।



উক্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে  উপস্থিত ছিলেন হিন্দু মহাজোট ঈশ্বরদী উপজেলা শাখা যুগ্ন-সম্পাদক দীপঙ্কর শীল, প্রধান সমন্বয়কারী গোপাল অধিকারি, পৌর কমিটির সভাপতি উত্তম সাহা, বাংলাদেশ জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সম্পাদক ও ঈশ্বরদী পৌর কমিটির সাধারণ সম্পাদক সুমন  সাহা, আরো উপস্থিত ছিলেন হিন্দু মহাজোট, যুব মহাজোট, ছাত্র মহাজোট ও স্বেচ্ছাসেবক মহাজোটের নেতৃবৃন্দ সহ বিভিন্ন মন্দিরের কমিটির সদস্য গণ।




 এমন ঘটনা ঘটলেও তার কোন বিচার না হওয়ায় এমন ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে  বলে মনে করেন নেতারা।