০৫-০৭-২০২৩ । শনি বার। নিজস্ব প্রতিনিধি।
গতকাল ৪ ই আগস্ট বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের যুব সন্মেলন অনুষ্ঠিত হয়।
সন্মেলনে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সভাপতি নির্বাচিত হয় গৌতম সরকার অপুকে সভাপতি ও তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয় ইঞ্জি: মৃণাল কান্তি মধু ।
হাইকোর্টে অডিটোরিয়াম এ অনুষ্ঠিত এই সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার সুনীল শুভ রায়, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এড. বিধান বিহারী গোস্বামী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এড. গোবিন্দ চন্দ্র প্রামানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ।
যুব মহাজোটের সভাপতি গৌতম সরকার অপুর সভাপতিত্বে ও তৃতীয় বারের মতো নির্বাচিত যুব মহাজোটের সাধারণ সম্পাদক ইঞ্জি: মৃণাল কান্তি মধুর সঞ্চালনায় অনুষ্ঠিত "জাতীয় হিন্দু যুব সম্মেলনে" হিন্দু মহাজোট ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
মঙ্গল প্রদীপ উজ্জ্বলন, পবিত্র শ্রী শ্রী গীতা থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট এ নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়েই শুরু হয় সম্মেলন।
যুব মহাজোট এর সভাপতি ও সাধারণ সম্পাদক কে সদস্যপত্র প্রদান করেন ও সদস্য ব্যাচ পরিয়ে দেন হিন্দু মহাজাটের সভাপতি এড. বিধান বিহারী গোস্বামী ও মহাসচিব এড. গোবিন্দ চন্দ্র প্রামানিক।
অন্যান্য সদস্যদের কে সদস্য পত্র প্রদান করেন যুব মহাজোটের নবনির্বাচিত সভাপতি গৌতম সরকার অপু ও তৃতীয় বারের মতো নির্বাচিত সাধারণ সম্পাদক ইঞ্জি: মৃণাল কান্তি মধু।
নবগঠিত কমিটির সকল সদস্যদের কে শপথ বাক্য পাঠ করান হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি এড. দীনবন্ধু রায় ও হিন্দু মহাজোটের প্রতিজ্ঞা মন্ত্র পাঠ করান হিন্দু মহাজোটের মহাসচিব এড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হিন্দু মহাজোট, যুব মহাজোট, ছাত্র মহাজোট ও স্বেচ্ছাসেবক মহাজোটের নেতৃবৃন্দ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।