Tuesday, May 30, 2023

কক্সবাজার জেলা যুব মহাজোটের সাবেক সহ প্রচার সম্পাদক শিল্পব কান্তির মৃত্য বার্ষিকীতে যুব মহাজোটের প্রার্থনা

কক্সবাজার জেলা যুব মহাজোটের সাবেক সহ প্রচার সম্পাদক শিল্পব কান্তির মৃত্য বার্ষিকীতে যুব মহাজোটের প্রার্থনা

৩০-০৫-২০২৩ ইং ।। মঙ্গল বার।ঢাকা প্রতিনিধি।।

গতকাল রাত ৮:০০ ঘটিকায়, মিরপুর কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে কক্সবাজার জেলা যুব মহাজোটের সাবেক প্রচার সম্পাদক শিপ্লব কান্তি দে এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের পক্ষ থেকে "প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জি: মৃণাল কান্তি মধু, যুগ্ন সাধারণ সম্পাদক সবুজ দাস মাটি, অর্থ বিষয়ক সম্পাদক সুজন গাইন ঢাকা মহানগর উত্তর এর সভাপতি সঞ্জয় দেবনাথ সহ কেন্দ্রীয় ও মহানগর উত্তর এর নেতৃবৃন্দ।
শিপ্লব কান্তির আত্মার জন্য প্রার্থনা করার জন্য যুব মহাজোটের পক্ষ থেকে সারা দেশবাসীকে অনুরোধ করা হয়েছে।

Thursday, May 18, 2023

ভারতের ত্রিপুরা বিধান সভার ডেপুটি স্পিকারের সাথে হিন্দু মহাজোটের শুভেচ্ছা বিনিময়।। দেশের নিউজ।

ভারতের ত্রিপুরা বিধান সভার ডেপুটি স্পিকারের সাথে হিন্দু মহাজোটের শুভেচ্ছা বিনিময়।। দেশের নিউজ।

১৮/০৫/২০২৩ ইং ।। বৃহস্পতি বার।। নিজস্ব প্রতিনিধি।।
ভারতের ত্রিপুরা বিধান সভার ডেপুটি স্পিকার শ্রী রাম প্রসাদ পালের সাথে হিন্দু মহাজোট নেতৃবৃন্দের আলোচনা ও শুভেচ্ছা বিনিময়। 

এসময় উপস্থিত ছিলেন ঢাকা ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা ও দৈনিক আজকাল পত্রিকার চীফ রিপোর্টার সাংবাদিক তরুণ চক্রবর্তী ।
হিন্দু মহাজোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের সভাপতি:এড বিধান বিহারী গোস্বামী দাদা, মহাসচিব : এড গোবিন্দ চন্দ্র প্রামাণিক দাদা , যুগ্ন মহাসচিব সুজন দে দাদা, সাংগঠনিক সম্পাদক সুশান্ত চক্রবর্তী দাদা, যুগ্ন মহাসচিব ডি. কে. সমীর দাদা, নির্মল রায় দাদা, যুব মহাজোটের সভাপতি গৌতম সরকার অপু, সাধারণ সম্পাদক ইঞ্জি: মৃণাল কান্তি মধু, ঢাকা মহানগর দক্ষিণ যুব মহাজোটের আহ্বায়ক পাপ্পু চন্দ্র দে।