Thursday, May 18, 2023

ভারতের ত্রিপুরা বিধান সভার ডেপুটি স্পিকারের সাথে হিন্দু মহাজোটের শুভেচ্ছা বিনিময়।। দেশের নিউজ।

SHARE
১৮/০৫/২০২৩ ইং ।। বৃহস্পতি বার।। নিজস্ব প্রতিনিধি।।
ভারতের ত্রিপুরা বিধান সভার ডেপুটি স্পিকার শ্রী রাম প্রসাদ পালের সাথে হিন্দু মহাজোট নেতৃবৃন্দের আলোচনা ও শুভেচ্ছা বিনিময়। 

এসময় উপস্থিত ছিলেন ঢাকা ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা ও দৈনিক আজকাল পত্রিকার চীফ রিপোর্টার সাংবাদিক তরুণ চক্রবর্তী ।
হিন্দু মহাজোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের সভাপতি:এড বিধান বিহারী গোস্বামী দাদা, মহাসচিব : এড গোবিন্দ চন্দ্র প্রামাণিক দাদা , যুগ্ন মহাসচিব সুজন দে দাদা, সাংগঠনিক সম্পাদক সুশান্ত চক্রবর্তী দাদা, যুগ্ন মহাসচিব ডি. কে. সমীর দাদা, নির্মল রায় দাদা, যুব মহাজোটের সভাপতি গৌতম সরকার অপু, সাধারণ সম্পাদক ইঞ্জি: মৃণাল কান্তি মধু, ঢাকা মহানগর দক্ষিণ যুব মহাজোটের আহ্বায়ক পাপ্পু চন্দ্র দে।
SHARE

Author: verified_user

0 comments: