০৫-১২-২০২৩ ইং ।। মঙ্গলবার।। নিজস্ব প্রতিনিধি।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ
নির্বাচনে খুলনা -১ আসনে ৩ জন প্রার্থীর নমিনেশন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জাতীয়
পার্টির কাজী হাসানুর রশিদ, তৃণমূল বিএনপির এড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক ও আওয়ামীলীগের
ননী গোপাল মন্ডল।
ননী গোপাল মন্ডল পূর্বে সংসদ
সদস্য নির্বাচিত হলেও তার শক্ত প্রতিদ্বন্দ্বী এড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক । এই দুই
হেভিওয়েট প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে বলে ধারণা করছেন রাজনৈতিক
বিশ্লেষকরা।
ননী গোপাল মন্ডল আওয়ামীলীগের
প্রার্থী হলেও ভোটাররা নিজেদের এলাকার উন্নয়নের জন্য দলমত বিবেচনা না করে, সোনালী
আঁশ মার্কায় ভোট দিয়ে সোনালী আঁশ মার্কাকে জয়যুক্ত করবেন বলে আশাবাদী অধিকার আদায়ে
সোচ্চার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, জনবান্ধব নেতা এড. গোবিন্দ চন্দ্র প্রমানিক।
0 comments: