১৮/০২/২০২১, বৃহস্পতিবার।
গোপালগঞ্জ প্রতিনিধি।।
গোপালগঞ্জের কোটালিপাড়ার সরস্বতী পূজার অনুষ্ঠানে মেয়েদের উত্যক্তের প্রতিবাদ করায় চয়ন বৈদ্য নামের এক স্কুলছাত্রকে পিটিয়ে জখম করেছে বখাটেরা।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শুয়াগ্রামে এ ঘটনা ঘটে।
সরস্বতী পূজার অনুষ্ঠান চলাকালীন সময় মেয়েদের উত্যক্তের প্রতিবাদ করেছিল চয়ন বৈদ্য, এরই কারণে পার্শ্ববর্তী দক্ষিণ পাড়া গ্রামের ছত্তার শেখের ছেলে শরিফুল শেখ (২০) ও আতিয়ার শেখের ছেলে আজগর শেখ চয়ন বৈদ্যকে এলোপাতাড়ি মারধর করে মারাত্মকভাবে জখম করেন।এ সময় চয়ন বৈদ্যকে রক্ষা করতে মঞ্জিলা বেগম (৫০) নামের এক নারী এগিয়ে আসলে তাকেও পিটিয়ে জখম করে তারা।
আহত চয়ন বৈদ্য শুয়াগ্রামের গুরুদাস বৈদ্যর ছেলে ও শুয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। অপরদিকে আহত মঞ্জিলা বেগম একই গ্রামের রহমান বিশ্বাসের স্ত্রী । আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় চয়ন বৈদ্যের পিতা গুরুদাস বৈদ্য বাদী হয়ে কোটালিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।আহত চয়ন বৈদ্যের বাবা বলেন, বখাটে শরিফুল ও আতিয়ার প্রায়ই বন্ধুদের নিয়ে এসে আমাদের এলাকার স্কুল-কলেজগামী মেয়েদেরকে উত্যক্ত করে। এর প্রতিবাদ করায় ওই বখাটেরা আমার ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করেছে। দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওয়ায় এনে কঠিন শাস্তির দাবী জানাই।
0 comments: