পিরোজপুর প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।।
আজ বিকাল ৩ ঘটিকায় খেজুর তলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট নাজিরপুর উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন : বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সভাপতি - প্রদীপ সংকর ও সাবেক সাধারণ সম্পাদক : ইঞ্জি : মৃণাল কে, মধু।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:সন্তোষ কুমার মিস্ত্রী ( অব: অধ্যক্ষ, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ )।
উপস্থিত ছিলেন - জেলা যুব মহাজোটের আহ্বায়ক - নিরঞ্জন মালী ও সদস্য সচিব - দীপঙ্কর দাস দীপু।
সভায় সভাপতিত্ব করেন: নাজিরপুর উপজেলা যুব মহাজোটের যুগ্ন আহবায়ক - সঞ্জয় পাগল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন - নাজিরপুর উপজেলা যুব মহাজোটের সদস্য সচিব - দীপঙ্কর শিকদার দীপু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সন্মানীয় ব্যক্তিবর্গ, হিন্দু মহাজোট ও এর অঙ্গসংগঠনের জেলা ,উপজেলা ও ইউনিয়ন কমিটির সদস্যবৃন্দ সহ এলাকার ভক্তগন।
অনুষ্ঠানের বক্তারা হিন্দু মহাজোটের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
ইঞ্জিনিয়ার মৃণাল কে. মধু - সারা বাংলাদেশের যুব সমাজকে, হিন্দু যুব মহাজোটের ছায়া তলে এসে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
0 comments: