Friday, February 12, 2021

রাম মন্দিরের নিধিসংগ্রহ অভিযানের সদস্য খুন - দেশের নিউজ।

SHARE

 ১২/০২/২০২১ ইং, শুক্রবার।।

নিজস্ব সংবাদদাতা

ভারতে রাম মন্দির নির্মাণের নিধি সংগ্রহ অভিযানের সদস্যকে খুন করা হয়েছে।



অযোধ্যা রাম মন্দির নির্মাণের জন্যে চাঁদা তুলছিল দিল্লীর ২৬ বছরের রিংকু শর্মা।

এই অপরাধে ঘরে ঢুকে তাকে কুপিয়ে খুন করেছে ভারতের- মুহম্মদ ইসলাম, দানিশ নাসিরউদ্দিন, দিলশান, দিলশাদ ইসলাম সহ ১৪ জন। 

তার পিঠে ছুরি মেরে নির্মমভাবে হত্যা করা হয়।


SHARE

Author: verified_user

0 comments: