০৫/০২/২০২১ । শুক্রবার।।
নিজস্ব প্রতিবেদক,
আজ ০৫/০২/২০২১ ইং , শুক্রবার সকাল ১১ ঘটিকায়, দয়াগঞ্জ জাতীয় শিব মন্দির প্রাঙ্গণে, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটি গঠন ও সন্মেলন করার লক্ষ্যে "সার্চ কমিটির" এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সার্চ কমিটির প্রধান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি: ডি.কে. সমির এর সভাপতিত্বে, যুব বিষয়ক সম্পাদক ও সার্চ কমিটির সদস্য - শ্রী কিশোর কুমার বর্মন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায়, উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য : শ্রী অজিত বরণ দাস, শ্রীমতী লাকি বাছার, শ্রী নকুল চন্দ্র মন্ডল, শ্রীমতী সাগরিকা মণ্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক যুব মহাজোট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব : ইঞ্জি: মৃণাল কান্তি মধু, যুগ্ন আহবায়ক : শ্রী প্রদীপ সংকর, যুগ্ন আহবায়ক: গৌতম সরকার অপু, সদস্য : শ্রী প্রশান্ত হালদার।
ঢাকা মহানগর দক্ষিণের সা: সম্পাদক - শ্যামল ঘোষ, যুব মহাজোটের - শ্রী জয়দেব কুমার জয়, শ্রী প্রদীপ হাওলাদার,শ্রী নয়ন সাহা, তাপস বিশ্বাস রাজিব, সহ যুব মহাজোট ও ছাত্র মহাজোটের সদস্য বৃন্দ।
উক্ত আলোচনা সভায় যুব মহাজোট এর কেন্দ্রীয় কমিটি গঠন ও সম্মেলন নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।
আলোচনার এক পর্যায় সার্চ কমিটির সদস্য অজিত বরণ দাস বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির মহাসচিব - এড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক এর সাথে যোগাযোগ করেন।
মহাসচিব সম্মতিতে সার্চ কমিটির অধিকাংশ সংখ্যক সদস্যের উপস্থিতিতে এবং সম্মতিতে, সার্চ কমিটির অনুপস্থিত সদস্যের সম্মতিতে অর্থাৎ সর্ব সম্মতিক্রমে "সার্চ কমিটি " আগামী ১২/০৩/২০২১ শুক্রবার যুব মহাজোটের সন্মেলনের তারিখ ঘোষণা করেন।
এছাড়া আরও সিদ্ধান্ত হয় যে : নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি গঠিত হবে।
সম্মেলন সঠিক ভাবে সম্পন্ন করার জন্য "সন্মেলনের প্রস্তুতি উপ কমিটি" গঠন করা হয়।
0 comments: