০১/০২/২০২১ ইং। ।সোম বার।।
নিজস্ব প্রতিবেদক।।
কন্যাদায়গ্রস্ত পরিবারকে সাহায্য করেছেন, হিন্দু যুব মহাজোট হাতিয়া উপজেলা শাখা।
উপজেলার ৫ নং চর ঈশ্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বাস করেন পরিবারটি।
এই সনাতনী কন্যাদায় গ্রস্ত পরিবারটির আর্থিক সমস্যা থাকার কারনে কিছু নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন উপজেলা কমিটি ।
এসময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা হিন্দু যুব মহাজোটের সম্মানিত সভাপতি- শ্রী ছোটন চন্দ্র দাস, অর্থ বিষয়ক সম্পাদক- শ্রী নিউটন চন্দ্র দাস ও সহ-প্রচার সম্পাদক- শ্রী সঞ্জয় মজুমদার।
সভাপতি জানান - এই পরিবার পাশে দাঁড়াতে পেরে আমাদের ভাল লাগছে। যুব মহাজোট সর্বদা মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও করতে চাই।
0 comments: