২১/০২/২০২১ । রবি বার।।
নিজস্ব প্রতিবেদক,
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট এক আন্তর্জাতিক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেন।
আজ রবিবার রাত ৯ টায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে, অনলাইন আলোচনা সভা শুরু করা হয় যা চলে রাত ১১:৩০ টা পর্যন্ত।
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক - ইঞ্জি: মৃণাল কে. মধুর সঞ্চালনায় আলোচনা সভায়,
★ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটে এর মহাসচিব - এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। তিনি ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরেন।
★বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যুব বিষয়ক সম্পাদক: কিশোর কুমার বর্মন।
★আন্তর্জাতিক বক্তা হিসেবে বক্তব্য রাখেন:১. সুমেন্দ্রু পাহাড়ি ( পশ্চিম বঙ্গ, ভারত)
২.অচিন্ত মণ্ডল (পশ্চিম বঙ্গ, ভারত)
৩.সন্দীপ কুমার জানা,(পশ্চিম বঙ্গ, ভারত)
আরও বক্তব্য রাখেন - যুব মহাজোটের - মনোরঞ্জন মধু, আইনজীবী মহাজোটের - সরল কুমার রায়, ছাত্র মহাজোটের সভাপতি - সাজেন কৃষ্ণ বল সহ অনেকেই।
দুই ঘণ্টাব্যাপী আলোচনা সভায় হিন্দু মহাজোট ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের কেন্দ্রীয় কমিটি, বিভিন্ন জেলা ও উপজেলার কমিটির নেতা- কর্মী বৃন্দ আলোচনায় সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভা আয়োজন সম্পর্কে ইঞ্জি: মৃণাল কে. মধু বলেন - সকল জাতীয় এবং আন্তর্জাতিক দিবসেই যুব মহাজোট এ ধরনের আন্তজার্তিক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করবে।