Monday, February 22, 2021

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তজার্তিক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত - দেশের নিউজ।।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তজার্তিক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত - দেশের নিউজ।।

 ২১/০২/২০২১ । রবি বার।।

নিজস্ব প্রতিবেদক,



মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট এক আন্তর্জাতিক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেন।

আজ রবিবার রাত ৯ টায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে, অনলাইন আলোচনা সভা শুরু করা হয় যা চলে রাত ১১:৩০ টা পর্যন্ত।

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক - ইঞ্জি: মৃণাল কে. মধুর সঞ্চালনায় আলোচনা সভায়,

★ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটে এর মহাসচিব - এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।  তিনি ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরেন।

★বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যুব বিষয়ক সম্পাদক: কিশোর কুমার বর্মন।

★আন্তর্জাতিক বক্তা হিসেবে বক্তব্য রাখেন:১. সুমেন্দ্রু পাহাড়ি ( পশ্চিম বঙ্গ, ভারত)

২.অচিন্ত মণ্ডল (পশ্চিম বঙ্গ, ভারত)

৩.সন্দীপ কুমার জানা,(পশ্চিম বঙ্গ, ভারত)

আরও বক্তব্য রাখেন - যুব মহাজোটের - মনোরঞ্জন মধু, আইনজীবী মহাজোটের - সরল কুমার রায়, ছাত্র মহাজোটের সভাপতি - সাজেন কৃষ্ণ বল সহ অনেকেই।

দুই ঘণ্টাব্যাপী আলোচনা সভায় হিন্দু মহাজোট ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের কেন্দ্রীয় কমিটি, বিভিন্ন জেলা ও উপজেলার কমিটির নেতা- কর্মী বৃন্দ আলোচনায় সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভা আয়োজন সম্পর্কে ইঞ্জি: মৃণাল কে. মধু বলেন - সকল জাতীয় এবং আন্তর্জাতিক দিবসেই যুব মহাজোট এ ধরনের আন্তজার্তিক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করবে।

Thursday, February 18, 2021

সরস্বতী পূজার অনুষ্ঠানে মেয়েদের উত্যক্তের প্রতিবাদ করায় স্কুলছাত্রকে পিটিয়ে জখম- দেশের নিউজ।।

সরস্বতী পূজার অনুষ্ঠানে মেয়েদের উত্যক্তের প্রতিবাদ করায় স্কুলছাত্রকে পিটিয়ে জখম- দেশের নিউজ।।

 ১৮/০২/২০২১, বৃহস্পতিবার।

গোপালগঞ্জ প্রতিনিধি।।

গোপালগঞ্জের কোটালিপাড়ার সরস্বতী পূজার অনুষ্ঠানে মেয়েদের উত্যক্তের  প্রতিবাদ করায় চয়ন বৈদ্য নামের এক স্কুলছাত্রকে পিটিয়ে জখম করেছে বখাটেরা।



বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শুয়াগ্রামে এ ঘটনা ঘটে।

সরস্বতী পূজার অনুষ্ঠান চলাকালীন সময় মেয়েদের উত্যক্তের  প্রতিবাদ করেছিল চয়ন বৈদ্য, এরই কারণে পার্শ্ববর্তী দক্ষিণ পাড়া গ্রামের  ছত্তার শেখের ছেলে শরিফুল শেখ (২০) ও আতিয়ার শেখের ছেলে আজগর শেখ চয়ন বৈদ্যকে এলোপাতাড়ি মারধর করে মারাত্মকভাবে জখম করেন।এ সময় চয়ন বৈদ্যকে রক্ষা করতে মঞ্জিলা বেগম (৫০) নামের এক নারী এগিয়ে আসলে তাকেও পিটিয়ে জখম করে তারা।

আহত চয়ন বৈদ্য শুয়াগ্রামের গুরুদাস বৈদ্যর ছেলে ও শুয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। অপরদিকে আহত মঞ্জিলা বেগম একই গ্রামের রহমান বিশ্বাসের স্ত্রী । আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় চয়ন বৈদ্যের পিতা গুরুদাস বৈদ্য বাদী হয়ে কোটালিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।আহত চয়ন বৈদ্যের বাবা বলেন, বখাটে শরিফুল ও আতিয়ার প্রায়ই বন্ধুদের নিয়ে এসে আমাদের এলাকার স্কুল-কলেজগামী মেয়েদেরকে উত্যক্ত করে। এর প্রতিবাদ করায় ওই বখাটেরা আমার ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করেছে। দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওয়ায় এনে কঠিন শাস্তির দাবী জানাই।


Wednesday, February 17, 2021

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের আলোচনা সভা অনুষ্ঠিত - দেশের নিউজ।।

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের আলোচনা সভা অনুষ্ঠিত - দেশের নিউজ।।


১৭/০২/২০২১, বুধবার।।
পিরোজপুর প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।।

আজ বিকাল ৩ ঘটিকায় খেজুর তলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট নাজিরপুর উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় উপস্থিত ছিলেন : বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সভাপতি - প্রদীপ সংকর ও সাবেক সাধারণ সম্পাদক : ইঞ্জি : মৃণাল কে, মধু।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:সন্তোষ কুমার মিস্ত্রী ( অব: অধ্যক্ষ, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ )।
উপস্থিত ছিলেন - জেলা যুব মহাজোটের আহ্বায়ক - নিরঞ্জন মালী ও সদস্য সচিব - দীপঙ্কর দাস দীপু।
সভায় সভাপতিত্ব করেন: নাজিরপুর উপজেলা যুব মহাজোটের যুগ্ন আহবায়ক - সঞ্জয় পাগল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন - নাজিরপুর উপজেলা যুব মহাজোটের সদস্য সচিব - দীপঙ্কর শিকদার দীপু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সন্মানীয় ব্যক্তিবর্গ, হিন্দু মহাজোট ও এর অঙ্গসংগঠনের জেলা ,উপজেলা ও ইউনিয়ন কমিটির সদস্যবৃন্দ সহ এলাকার ভক্তগন।

অনুষ্ঠানের বক্তারা হিন্দু মহাজোটের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

ইঞ্জিনিয়ার মৃণাল কে. মধু - সারা বাংলাদেশের যুব সমাজকে, হিন্দু যুব মহাজোটের ছায়া তলে এসে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Friday, February 12, 2021

রাম মন্দিরের নিধিসংগ্রহ অভিযানের সদস্য খুন - দেশের নিউজ।

রাম মন্দিরের নিধিসংগ্রহ অভিযানের সদস্য খুন - দেশের নিউজ।

 ১২/০২/২০২১ ইং, শুক্রবার।।

নিজস্ব সংবাদদাতা

ভারতে রাম মন্দির নির্মাণের নিধি সংগ্রহ অভিযানের সদস্যকে খুন করা হয়েছে।



অযোধ্যা রাম মন্দির নির্মাণের জন্যে চাঁদা তুলছিল দিল্লীর ২৬ বছরের রিংকু শর্মা।

এই অপরাধে ঘরে ঢুকে তাকে কুপিয়ে খুন করেছে ভারতের- মুহম্মদ ইসলাম, দানিশ নাসিরউদ্দিন, দিলশান, দিলশাদ ইসলাম সহ ১৪ জন। 

তার পিঠে ছুরি মেরে নির্মমভাবে হত্যা করা হয়।


Saturday, February 6, 2021

১২ই মার্চ যুব মহাজোটের সম্মেলন - দেশের নিউজ।

১২ই মার্চ যুব মহাজোটের সম্মেলন - দেশের নিউজ।

 ০৫/০২/২০২১ । শুক্রবার।।

নিজস্ব প্রতিবেদক,

আজ ০৫/০২/২০২১ ইং , শুক্রবার সকাল ১১ ঘটিকায়, দয়াগঞ্জ জাতীয় শিব মন্দির প্রাঙ্গণে, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটি গঠন ও সন্মেলন করার লক্ষ্যে  "সার্চ কমিটির" এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সার্চ কমিটির প্রধান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি: ডি.কে. সমির এর সভাপতিত্বে, যুব বিষয়ক সম্পাদক ও সার্চ কমিটির সদস্য - শ্রী কিশোর কুমার বর্মন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায়, উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য : শ্রী অজিত বরণ দাস, শ্রীমতী লাকি বাছার, শ্রী নকুল চন্দ্র মন্ডল, শ্রীমতী সাগরিকা মণ্ডল। 

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক যুব মহাজোট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব : ইঞ্জি: মৃণাল কান্তি মধু, যুগ্ন আহবায়ক : শ্রী প্রদীপ সংকর, যুগ্ন আহবায়ক:  গৌতম সরকার অপু, সদস্য : শ্রী প্রশান্ত হালদার।
ঢাকা মহানগর দক্ষিণের সা: সম্পাদক - শ্যামল ঘোষ, যুব মহাজোটের - শ্রী জয়দেব কুমার জয়, শ্রী প্রদীপ হাওলাদার,শ্রী নয়ন সাহা, তাপস বিশ্বাস রাজিব, সহ যুব মহাজোট ও ছাত্র মহাজোটের সদস্য বৃন্দ।

উক্ত আলোচনা সভায় যুব মহাজোট এর কেন্দ্রীয় কমিটি গঠন ও সম্মেলন নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।

আলোচনার এক পর্যায় সার্চ কমিটির সদস্য অজিত বরণ দাস  বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির মহাসচিব - এড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক এর সাথে যোগাযোগ করেন।

মহাসচিব সম্মতিতে সার্চ কমিটির অধিকাংশ সংখ্যক সদস্যের উপস্থিতিতে এবং সম্মতিতে, সার্চ কমিটির অনুপস্থিত সদস্যের সম্মতিতে অর্থাৎ সর্ব সম্মতিক্রমে "সার্চ কমিটি " আগামী ১২/০৩/২০২১ শুক্রবার যুব মহাজোটের সন্মেলনের তারিখ ঘোষণা করেন।


এছাড়া আরও সিদ্ধান্ত হয় যে : নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি গঠিত হবে।

সম্মেলন সঠিক ভাবে সম্পন্ন করার জন্য "সন্মেলনের প্রস্তুতি উপ কমিটি"  গঠন করা হয়।

Tuesday, February 2, 2021

হাতিয়া উপজেলা যুব মহাজোট কন্যাদায়গ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন  - দেশের নিউজ।।

হাতিয়া উপজেলা যুব মহাজোট কন্যাদায়গ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন - দেশের নিউজ।।

  ০১/০২/২০২১ ইং। ।সোম বার।।

নিজস্ব প্রতিবেদক।।

কন্যাদায়গ্রস্ত পরিবারকে সাহায্য করেছেন, হিন্দু যুব মহাজোট হাতিয়া উপজেলা শাখা।



উপজেলার ৫ নং চর ঈশ্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বাস করেন পরিবারটি।


এই সনাতনী কন্যাদায় গ্রস্ত পরিবারটির আর্থিক সমস্যা থাকার কারনে কিছু নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন উপজেলা কমিটি ।

 এসময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা হিন্দু যুব মহাজোটের সম্মানিত সভাপতি- শ্রী ছোটন চন্দ্র দাস, অর্থ বিষয়ক সম্পাদক- শ্রী নিউটন চন্দ্র দাস ও সহ-প্রচার সম্পাদক- শ্রী সঞ্জয় মজুমদার।


সভাপতি জানান - এই পরিবার পাশে দাঁড়াতে পেরে আমাদের ভাল লাগছে। যুব মহাজোট সর্বদা মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও করতে চাই।

নাটোরে যুব মহাজোটের গীতা দান - দেশের নিউজ।।

নাটোরে যুব মহাজোটের গীতা দান - দেশের নিউজ।।

 ০২/০২/২০২১- নাটোর প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের পক্ষ থেকে নাটোর জেলায় গীতা দান করা হয়।


আজ ০২ ই ফেব্রুয়ারি, বিকাল ৩ টায় , নাটোর সদর উপজেলার হরিশপুর চেয়ারম্যান পাড়া বড়ঘাট  কালী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট নাটোর জেলা ও নাটোর সদর উপজেলা  শাখার উদ্যোগে, সনাতনী ছাত্র ছাত্রীদের মধ্যে গীতা দান করা হয়।



এসময় উপস্থিত ছিলেন ,জেলা যুব মহাজোটের সদস্য সচিব:  শ্রী লিটন সরকার, সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক: শ্রাবন্তী নাগ, সদস্য-সচিব: তুষার ধর, মন্দির কমিটির সাধারণ সম্পাদক: মানিক সাহা, উপজেলা যুব মহাজোটের সদস্য: বৃষ্টি কর্মকার, বিউটি রানী হাওলাদার, সহ যুব মহাজোট এর অনেক সদস্য , মন্দিরের ভক্তগণ ও ছাত্র ছাত্রী বৃন্দ।



ধর্ম প্রচারের জন্য এমন মহৎ কাজ করায়, যুব মহাজোটের উপস্থিত সবাইকে মন্দির কমিটির সাধারণ সম্পাদক ধন্যবাদ জ্ঞাপন করেন।

জেলা যুব মহাজোটের সদস্য সচিব লিটন কুমার সরকার জানান পর্যায়ক্রমে তারা বিভিন্ন মন্দিরে গীতা দান করবেন। আগামী কাল ০৩/০২/২০২১ বুধবার বিকাল ৩ টায় গীতা দান করা হবে, বড় হরিশপুর কামারপাড়া মন্দিরে।

Monday, February 1, 2021

ময়মনসিংহ জেলা হিন্দু মহাজোটের কমিটি গঠন।। দেশের নিউজ।।

ময়মনসিংহ জেলা হিন্দু মহাজোটের কমিটি গঠন।। দেশের নিউজ।।

 ১/২/২০২১।। ময়মনসিংহ প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, ময়মনসিংহ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।


৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে সভাপতি হিসেব দায়িত্ব পেয়েছেন: শ্রী নৃপেশ রঞ্জন সরকার ও সাধারণ সম্পাদকের নারায়ণ চন্দ্র পাল। 

আগামী ২ বছরের জন্য কমিটি অনুমোদন করা হয়।